Home অপরাধ সিলেটে পুলিশ ব্যবসায়ী হামলা -পাল্টা হামলা

সিলেটে পুলিশ ব্যবসায়ী হামলা -পাল্টা হামলা

by jonoterdak24
0 comment

সিলেট নগরীর কাজলশাহ এলাকায় এক ব্যবসায়ীকে পিটিয়েছে পুলিশ সদস্যরা। আহত ব্যবসায়ীর নাম বাবলু। পরে ব্যবসায়ীকে পেটানোর প্রতিবাদে পুলিশ সদস্যদের উপর পাল্টা হামলা করে স্থানীয় ব্যবসায়ীরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে দক্ষিণ কাজলশাহ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়- সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ কাজলশাহ এলাকায় মোটর সাইকেলে যাওয়ার সময় লামাবাজার ফাড়ির পুলিশ কর্মকর্তা সব্যসাচীর নেতৃত্বে একদল পুলিশ ব্যবসায়ী বাবলুর গতিরোধ করে। এসময় পুলিশ সদস্যরা তাকে তল্লাশী করতে চাইলে বাবলুর সাথে তাদের বাকবিগন্ডা হয়। তখন পুলিশ সদস্যরা তাকে আটক কওে থানায় নিয়ে যেতে চায়। কিছুদুর গিয়েই তারা বাবলুকে পেটানো শুরু করেন। এতে ব্যবসায়ী বাবলু গুরুতর আহত হন। বাবলু বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েচেন।

এ ঘটনার খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও যুবলীগ নেতা মুবাশ্বির আলীর নেতৃত্বে ব্যবসায়ীরা প্রতিবাদ শুরু করেন। এক পর্যায়ে ক্ষুদ্ধ ব্যবসায়ীরা পুলিশ সদস্যদের উপর হামলা করেন। এতে দুই পুলিশ সদস্য ইহত হয়েছেন। তাদেকেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসাইন ঘটনা নিশ্চিত করেছেন ।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys