Home অর্থনীতি সিলেটে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবীতে আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি –

সিলেটে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবীতে আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি –

by jonoterdak24
0 comment

সিলেট, বুধবার, ০২ মার্চ ২০১৬ :: সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপন সহ সিলেট বিভাগের বিচার ব্যবস্থার উন্নয়নের দাবীতে সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে বুধবার দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র উপস্থিতিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুল হকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ পূণ্যভূমি সিলেটে অবিলম্বে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ স্থাপন, সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল ক্ষেত্রে ইংরেজী ভাষার পাশাপাশি বাংলাভাষা চালুর ব্যবস্থাসহ নানাদাবি উত্থাপন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এ কে এম সমিউল আলম, সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম, সিলেট জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, অতিরিক্ত পিপি সামছুল ইসলাম, জিপি খাদেমুল মিল­াত মোঃ জালাল, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, চৌধুরী আতাউর রহমান আজাদ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, এডভোকেট  শামীম হাসান চৌধুরী,  এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, বদরুল আহমদ চৌধুরী, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, এডভোকেট শরিফুল হুদা চৌধুরী প্রমুখ।
– dabi

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys