Home অর্থনীতি সিলেট কালিঘাটে শ্রমিকদের সংঘর্ষ, ১২৯টি গাড়ী ভাংচুর॥ আহত ১০

সিলেট কালিঘাটে শ্রমিকদের সংঘর্ষ, ১২৯টি গাড়ী ভাংচুর॥ আহত ১০

by jonoterdak24
0 comment

 

6সিলেট নগরীর কালিঘাটে গাড়ী পার্কিং নিয়ে ব্যবসায়ী লেবার শ্রমিকদের সাথে পরিবহন শ্রমিকদের সংর্ঘের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিন ঘটিকার সময় এ সংঘর্ষের ঘটনার সৃষ্টি হয়।

প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে ১২৯টি গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে।

খবর শুনে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও কতোয়ালী থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ব্যাপারী কতোয়ালী থানা ও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।5

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys