Home সারাদেশ সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

by jonoterdak24
0 comment

সিলেটে ট্রাক চাপায় অজ্ঞাত (৩০) মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫ টায় সিলেট-তামাবিল সড়কের ঘাটেরচটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আকবর চৌধুরী জানান, সিলেট থেকে তামাবিল মুখী বেপরোয়া গতির ট্রাকটি ঘটনাস্থলে যাওয়া মাত্র পেছন থেকে মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল সহ আরোহী একটি ট্রাকের নীচে পিষ্ট হন৷ সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট জুলফিকার বলেন, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে জনতা ট্রাকটি আটক করলেও চালক-হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে, দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় ঘন্টা খানেক পর জৈন্তাপুর থানার হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল
কবির।
ass

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys