Home খেলা সিলেট মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

সিলেট মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

by jonoterdak24
0 comment

কমিউনিটি পুলিশিং ডে ২০১৯খ্রিঃ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট এর খেলা অনুষ্ঠিতঃ
আজ বিকাল ০২.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ফুটবল টুর্নামেন্ট এর কোতোয়ালী মডেল থানা কমিউনিটি পুলিশিং টিম বনাম এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং টিম এর মধ্যকার খেলা আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স এর মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় কোতোয়ালী মডেল থানা কমিউনিটি পুলিশিং টিম এয়ারপোর্ট কমিউনিটি পুলিশিং টিমকে ১-০ গোলে পরাজিত করে । কোতোয়ালী মডেল থানা কমিউনিটি পুলিশিং টিমের হয়ে একমাত্র গোলটি করেন অপু। অপরদিকে একই মাঠে বিকাল ০৪.০০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানা কমিউনিটি পুলিশ টিম বনাম মোগলাবাজার থানা কমিউনিটি পুলিশিং টিম এর মধ্য খেলা ০-০ গোলে ড্র হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সোহেল রেজা পিপিএম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) জনাব বিভুতি ভূষন ব্যানার্জী, অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জেদান আল মুসা, অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর-প্রশাসন) মোঃ এহসান চৌধুরী, অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ক্রাইম) মাহফুজা আক্তার শিমুল, এসি (ফোর্স) ও এসি (সদর), এসি (পিওএম) সহ বিভিন্ন থানার সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জগন। এ সময় বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
উল্লেখ্য যে, আগামী ২৮/১০/২০১৯খ্রিঃ তারিখে একই মাঠে বিকাল ১৪.৩০ ঘটিকায় জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং টিম বনাম এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং টিম ও বিকাল ১৬.০০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানা কমিউনিটি পুলিশিং টিম বনাম শাহপরান (রহঃ) থানা কমিউনিটি পুলিশিং টিম এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys