Home সিলেট বিভাগ স্কাইভিউ ইন্টারন্যাশনাল ট্রেভেলস্ এর শুভ উদ্ভোধন সম্পূর্ণ “

স্কাইভিউ ইন্টারন্যাশনাল ট্রেভেলস্ এর শুভ উদ্ভোধন সম্পূর্ণ “

by jonoterdak24
0 comment

 

 

মুফিজুর রহমান নাহিদ জেলা প্রতিনিধি সিলেটঃR.M.S গ্রুপের একটি প্রতিষ্ঠান স্কাইভিউ ইন্টারন্যাশনাল ট্রেভেলস্ গাছবাড়ি অফিসের শুভউদ্ভোধন সম্পূর্ণ হয়েছে। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠান টি তাদের স্হানিয় অফিস ৬,৭নং জি, এন ফাইভ ষ্টার কমপ্লেক্স গাছবাড়ি বাজার, কার্যালয়ে জনাব,হাফিজ শামছুউদ্দিনের মুনাজাতের মধ্যে দিয়ে ফিতা কেটে শুভ উদ্ভোধন শুরু হয়। এসময় উপস্হিত ছিলেন,গাছবাড়ি মর্ডাণ একাডেমির সিনিয়র শিক্ষক, জনাব,মাষ্টার এবাদুর রহমান, গাছবাড়ি সামিট মাদ্রাসার প্রিন্সিপাল জনাব,মাওলানা মুখতার আহমেদ,জে,কে ফার্মেসির পরিচালক আব্দুল মুকিত,সামিট মাদ্রাসার শিক্ষক, তোফায়েল আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী আনোওয়ার,সিলেট জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাচন কমিশনার দৈনিক একুশে বাণি ও জনতার ডাকের প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবদীন আজাদ,বাংলাদেশ মুফস্বল সাংবাদিক ফোরামার এর সিলেট জেলা মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব,জেটিভি ও সরকরী মিডিয়া ভুক্ত ও ওয়েজ বোর্ডপ্রাপ্ত জাতিয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, স্কাইভিউ ইন্টারন্যাশনাল ট্রেভেলস্ এর ব্যাবস্হাপনা পরিচালক এস, এম রিজওয়ানুল করিম প্রমুখ।শুভ উদ্ভোধন কালে উক্ত বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওসর্বস্হরের জনসাধারণ বৃন্দ উপস্হিত ছিলেন। এসময় স্কাইভিউ ইন্টারন্যাশনাল ট্রেভেলস্ এর ব্যাবস্হাপনা পরিচলাক এস, এম রিজওয়ানুল করিম বলেন,এখানে ইন্ডিয়া, সৌদিআরব, দুবাই, কাতার,বাহরাইন, হজ্ব ওমরাহ ভিসা, পাসপোর্ট, সকল দেশের বিমান টিকেট প্রসেসিং করা হয়।

Related Posts

Leave a Comment


cheap jerseyscheap jerseyscheap nfl jerseyscheap jerseys from chinacheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseys